লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আনাছ তৃতীয় স্থান অর্জন করেছেন। রোববার রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
হাফেজ আনাছ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামে। তিনি হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে।
লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আনাছ তৃতীয় স্থান অর্জন করেছেন। রোববার রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
হাফেজ আনাছ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামে। তিনি হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে।
লিবিয়ার এই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে লিবিয়া, দ্বিতীয় হয়েছে ঘেনিয়া, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ ইয়েমেন এবং পঞ্চম জার্মানির হাফেজ।
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা নেছার আহমদ আন-নাছিরী নিজ ছাত্রের এই কৃতিত্ব প্রসঙ্গে বলেন, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের শোকর আদায় করছি। এটা শুধু হাফেজ আনাছের কৃতিত্ব নয়, সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে।
দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়, ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন, ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান (পুরস্কার ২ লাখ দিনার) এবং মুস্তাফিজুর রহমান গাজী তাফসিরে ৬ষ্ঠ স্থান পান, ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সাফল্য অর্জন করেন।