৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আমির হামজা বক্তা হওয়ায় মেলেনি মাহফিলের অনুমতি

spot_img

এসবি নিউজ ডেস্ক : প্রশাসনের অনুমতি না থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরে রোববার (৩ মার্চ) অনুষ্ঠিতব্য আলোচিত বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল হচ্ছে না। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আমির হামজা সরকারিভাবে নিষিদ্ধ। তিনি বক্তা হিসেবে থাকলে মাহফিল হবে না। তিনি ছাড়া অন্য কোনো বক্তা দিয়ে মাহফিল করতে পারবে।

মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল রোববার (৩ মার্চ) চরমোহনপুর চৌমুহনী ইসলামী পাঠাগার ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসকে প্রধান অতিথি করা হয়েছে। চরমোহনপুর ব্রিজ সংলগ্ন খেলার মাঠে বাদ জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ওয়াজ মাহফিল হওয়ার কথা। সেখানে প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা। দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছেন শাইখ জামাল উদ্দিন।

এ দিকে মাহফিল উপলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালায় মাহফিল কমিটি। বড় বড় পোস্টার ছেপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আশপাশের এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরমোহনপুর চৌমুহনী ইসলামী পাঠাগার নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে জানানো হয়, ‘পুলিশি বাধার কারণে মুফতি আমির হামজাকে নিয়ে ৩ মার্চ পূর্ব নির্ধারিত তাফসিরুল কুরআন মাহফিল করা সম্ভব হচ্ছে না। তবে শাইখ জামাল উদ্দিনকে নিয়ে যথা সময়ে মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

মাহিফল আয়োজক কমিটির সদস্য কবিরুল ইসলাম কবির বলেন, আমরা চাঁপাইনববাগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস সাহেবের পরামর্শ মতো ডিসি, এসপি ও থানায় অনুমতির জন্য কাগজ জমা দিয়েছিলাম। তারপর আমাদের মতো প্রচার-প্রচারণা চালাই। গতকাল প্রশাসনের লোকজন এসে আমাদের জানান মুফতি আমির হামজা সরকারিভাবে নিষিদ্ধ। তিনি মাহফিলে বক্তা হিসেবে থাকলে মাহফিল করা যাবে না। পরবর্তীতে এমপি সাহেবের পরামর্শে অন্য আরও একজন বক্তা নিয়ে মাহফিল করার পরিকল্পনা করছি। দেখা যাক আগামী কাল কী হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পাঁচ দিনের রিমান্ডেও নেওয়া হয়। গত বছরের ৭ ডিসেম্বর কারামুক্ত হন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ