
বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলআমিন হত্যার প্রতিবাদে রোববার (১৭ আগস্ট) সকালে নাটোর–বগুড়া মহাসড়কের ওমরদীঘি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের দু’দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই শত শত গ্রামবাসী স্লোগান দিতে দিতে মহাসড়কে জড়ো হন এবং সড়ক অবরোধ করেন। তারা অভিযোগ করেন, আলআমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার পর থেকেই পুলিশ অভিযানে রয়েছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, আলআমিনকে ২৮ জুলাই স্থানীয় একদল দুর্বৃত্ত পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ আগষ্ট রাত তার মৃত্যু হয়। আল আমিনকে মারধরের দুদিন পর তাঁর চাচা জাহিদ হোসেন শাজাহানপুর থানায় ১৩ জনের নামে মামলা করেন। তাতে আসামি করা হয়েছে একই গ্রামের নুরুল ইসলাম ও তার দুই ছেলেসহ আরও ১০ জনকে। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হয়েছে।