৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইট দিয়ে আঘাত করে যুবকে হত্যার চেষ্টা

spot_img

যশোর প্রতিনিধি :

ইট দিয়ে আঘাত করে যুবকে হত্যার চেষ্টা :

যশোরে ইট দিয়ে আঘাত করে এক যুবককে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত নয়টা ৪৫ মিনিটে শহরের বারান্দীবউ বাজার এলাকায়। আহত তাসিম ওই এলাকার মোহনের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, তাসিম একা হেটে যাচ্ছিলেন। এমন সময় জাকিরের ছেলে মিরাজসহ অচ্ঞাত ৩/৪ যুবক তাসিমকে লক্ষ্য করে ইট দিয়ে আঘাত করে। পরে সে পরে যায়। এরপর ইট দিয়ে তাসিমের চোখের উপরে সহ বিভিন্ন স্থানে আঘাত করে সটকে পরে। পরে স্থানীয়রা তাসিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহতের পরিবার জানায়,পূর্বশক্রতার জেরে তাসিমকে মারার পরিকল্পনা করছিলো মিরাজসহ অন্যরা। তার জেরে পূর্বপরিকল্পিতভাবে তাসিনকে ইটদিয়ে আঘাত করে হত্যা চেষ্টা চালিয়েছে।

এদিকে, এঘটনার পর এলাকায় দুই গ্রুপের উত্তেজনা বিরাজ করছে। কোতোয়ালি থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ