৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইফসু’র মহাসচিব পারভেজকে শাজাহানপুর নাগরিক সমাজের গণসংবর্ধনা

spot_img

ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজকে বগুড়ার শাজাহানপুর উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মাঝিড়া বন্দরে আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শাজাহানপুর উপজেলার কৃতি সন্তান ও ইফসু’র মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা (পূর্ব) শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা (পূর্ব) শাখার সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিন, উপজেলা জামায়াত নেতা ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াত নেতা প্রভাষক কাওছার আলী, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুল ইসলাম, আনোয়ারুজ্জামান আনোয়ার, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সাত্তার, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, খরনা ইউনিয়ন জামায়াতের আমীর শামসুল হক, মাঝিড়া ইউনিয়নের আমীর আনোয়ার হোসেন,জামায়াতে ইসলামীর নেতা কর্মী সহ ছাত্র শিবিরের বর্তমান সাবেক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ড. মোস্তফা ফয়সাল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি তুরস্কের গাজি ইউনিভার্সিটি থেকে ‘আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স : রোহিঙ্গা রিফিউজির কেস স্টাডি’ অভিসন্দর্ভের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে তিনি আঙ্কারাভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ANKASAM-এর সাথে কাজ করছেন। ‘আতাতুর্ক থেকে এরদোয়ান’ বইসহ তার ৪টি বই এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১০টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠনের সাথে কাজ করছেন।

ড. মোস্তফা ফয়সাল এশিয়ান রিজিয়ন আইআইএফএসও-এর শুরা সদস্য ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করছেন।

পৃথিবীর ৬০টিরও অধিক দেশের ১০৫টি ছাত্র ও যুব সংগঠন ইফসুর ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে বাংলাদেশ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ইফসুর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ