৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইবি বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি নোমান, সম্পাদক রাহাত

spot_img

ইবি প্রতিনিধি:

বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চড়ুইভাতি ও আলোচনা সভা অনুষ্ঠানে কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে উপদেষ্টাদের তত্ত্বাবধানে উপস্থিত কার্যনির্বাহী সদস্যদগণ সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নে ভোট প্রদান করেন।

এতে সর্বাধিক ভোট পেয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমন সভাপতি এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাহাত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.রুহুল আমীন, আরবি বিভাগের অধ্যাপক ড. এ. কে.এম. শামছুল হক ছিদ্দিকী, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মুহাঃ নুরুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে কর্মকর্তা আবুল কালাম আজাদসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাদীসহ ইবিস্থ বরিশাল বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি একটি বিভাগের শিক্ষার্থীদের মিলনস্থল। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি পায়। আর বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি পুরাতন ঐতিহ্যবাহী সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি সুনামের সাথে কার্যক্রম করে আসছে। আশা করছি সংগঠনের সকল শিক্ষার্থীদের সহযোগিতায় এটি ভবিষ্যতেও এগিয়ে যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ