৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঈদ উপলক্ষে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রতারণা বেড়েছে

spot_img

ঈদ উৎসবকে ঘিরে প্রতারণার জাল বিছিয়ে রেখেছে সাইবার অপরাধীরাও। বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সর্বস্ব লুঠ করে নিচ্ছে তারা। বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে প্রতারণার ঘটনা বেড়েছে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ভুলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

ক্লাউক সেক নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন ব্যাজবিশিষ্ট পেজগুলো আবার এআই-জেনারেটেড প্রোমোশন এবং সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন তৈরি করছে। ফলে এই প্রতারণার জাল শনাক্ত করাও বেশ মুশকিল।

ফেক চ্যারিটি স্ক্যাম

পবিত্র রমজান মাসে বহু মানুষই সেবামূলক কাজের জন্য দান করেন। দরিদ্র বা পিছিয়ে পড়া শ্রেণির পাশে থাকেন অনুদান দিয়ে। এরই সুযোগ নিয়ে প্রকারকরা ভুয়া ডোনেশন ওয়েবসাইট বানাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বৈধ প্রতিষ্ঠানের নকল অ্যাকাউন্ট বানিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে।

কীভাবে এটি কাজ করে?

১. গ্রাহকদের কাছে ইফতারের খাবার, এতিমদের সাহায্য অথবা চিকিৎসামূলক সাহায্যের জন্য অনুদান দিতে মেসেজ পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

২. লিংকে ক্লিক করলেই তা গ্রাহকদের নিয়ে যাচ্ছে ভুয়া ওয়েবসাইটে। যা দেখতে অনেকটা পরিচিত এনজিও-র ওয়েবসাইটের মতোই।

৩. এই অ্যাকাউন্টে পেমেন্ট করলেই তা সরাসরি পৌঁছে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে।

আরও পড়ুন: রিমোট র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে: সফোস

সুরক্ষিত থাকার উপায়

১. সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে চ্যারিটির ক্রেডেনশিয়াল ভেরিফাই করা উচিত।

২. অনলাইন পেমেন্ট করার আগে ক্রসচেক করতে হবে।

৩. সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা আনভেরিফায়েড লিংকের মাধ্যমে অনুদান দেওয়া চলবে না।

ক্রিপ্টো গিভঅ্যাওয়ে স্ক্যাম

ক্রিপ্টোকারেন্সিতে মানুষের আগ্রহ বাড়ছে। আর রমজানে আশীর্বাদস্বরূপ ভুয়া ক্রিপ্টোকারেন্সি গিভঅ্যাওয়ের প্রলোভন দেখাচ্ছে প্রতারকরা। বলা হচ্ছে, বিনামূল্য বিটকয়েন দেওয়া হবে। তবে গ্রাহকদের সর্বস্ব লুঠ করার ফাঁদ এটি।

কীভাবে এটি কাজ করে?

১. রমজানের জন্য ফেসবুক, এক্স (টুইটার), টেলিগ্রাম, ইনস্টাগ্রামে বিনামূল্যে ক্রিপ্টো রিওয়ার্ড দেওয়ার বিজ্ঞাপন দিচ্ছে প্রতারকরা।

২. রিওয়ার্ড ক্লেম করতে ক্রিপ্টো ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে।

৩. ট্র্যানজ্যাকশন করার সঙ্গে সঙ্গেই ওয়ালেট ব্যালেন্স শূন্য করে দেওয়া হচ্ছে।

 

সুরক্ষিত থাকার উপায়

১. আনভেরিফায়েড ওয়েবসাইটে ক্রিপ্টো ওয়ালেট কানেক্ট করা চলবে না।

২. আসলে বৈধ গিভঅ্যাওয়ের ক্ষেত্রে প্রাইভেট ওয়ালেট অ্যাক্সেসর কথা বলা হয় না।

৩. নিজের ফান্ড সুরক্ষিত রাখতে কোল্ড ওয়ালেট ব্যবহার করতে হবে।

রমজানের ভুয়া সেল এবং উৎসবের ছাড়

একাধিক ই-কমার্স প্রতারকরা ভুয়া ওয়েবসাইট বানিয়ে জামাকাপড়, পারফিউম এবং গৃহসজ্জার জিনিসের উপর ঈদ শপিংয়ের জন্য ব্যাপক ছাড় দিচ্ছে। পেমেন্ট করে দিলেও কোনও প্রোডাক্ট পৌঁছাবে না গ্রাহকের কাছে।

কীভাবে এটি কাজ করে?

১. গুগল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভুয়া বিজ্ঞাপনদাতা ওয়েবসাইটের বিজ্ঞাপ আসছে। প্রিমিয়াম ব্র্যান্ডের উপর রাখা হচ্ছে ৭০-৮০ শতাংশ ছাড়।

২. অনলাইনে পেমেন্ট করে দিলেই আর পৌঁছাচ্ছে না অর্ডার করা সামগ্রী।

৩. কিছু স্ক্যামার ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে।

সুরক্ষিত থাকার উপায়

১. সব সময় বিশ্বস্ত অনলাইন রিটেলারদের থেকেই কেনাকাটা করা উচিত।

২. অজানা শপিং সাইটে নিয়ে যাবে এমন সন্দেহজনক বিজ্ঞাপন থেকে দূরে থাকতে হবে।

৩. সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ