
রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ‘জুলাই সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের আহবান জানান। তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক ও যুগপৎ বিপ্লব অর্জিত হলেও তা এখনো পূর্ণতা পায়নি। বিজয়কে অর্থবহ করতে হলে রাষ্ট্রের সংস্কার, গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ সময়ের দাবি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম জোন সহকারী পরিচালক মাহবুবুল আলম এবং সঞ্চালনায় ছিলেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইনসহ জামায়াত নেতা হারুনুর রশীদ তারিক, মকবুল আহমেদ, কামরুল হাসান, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ বাচ্চু ও আতিক হাসান রুবেল।
সেলিম উদ্দিন বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এর আগে প্রয়োজন রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং জুলাই গণহত্যার বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান বিচার।”
তিনি ইউনিট পর্যায়ের কার্যক্রমকে সংগঠনের মূল চালিকাশক্তি উল্লেখ করে বলেন, “দাওয়াতি কার্যক্রম জোরদার করতে ইউনিট সংগঠনকে আরও সক্রিয় ও গণমুখী হতে হবে। জনগণের সমস্যাকে সামনে রেখে কাজ করলেই ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হবে।”
সেলিম উদ্দিন আরও বলেন, “ইতিমধ্যে জামায়াতের পক্ষে সারাদেশে জনমত গড়ে উঠেছে। ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আজ সাধারণ মানুষের আশার প্রতীক। জনগণ আর সাজানো নির্বাচন চায় না। তারা আল্লাহর আইন ও সৎ লোকদের শাসন প্রতিষ্ঠার জন্যই এবার ভোট দেবে।”
তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গঠনের আহবান জানান।