
উত্তরাস্থ বগুড়া সোসাইটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ মমিনুল ইসলাম। এ উপলক্ষে তিনি সোসাইটির সভাপতি মোঃ নাহিদ রহমান, সাধারণ সম্পাদক মোঃ সজিউল ইসলাম সজলসহ সকল সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
মমিনুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন,সোসাইটির পক্ষ থেকে যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা পেলে একসাথে সোসাইটিকে আরও এগিয়ে নিতে পারব।
এছাড়াও তিনি উত্তরাস্থ বগুড়া সোসাইটির প্রধান উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন চৌধুরী এবং সকল সদস্যদের প্রতিও ফুলেল শুভেচ্ছা জানান। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।