উল্লাপাড়ায় ভাষণ প্রতিযোগিতা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভাষণ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এতে প্রধান অতিথি ছিলেন।
স্থানীয় সানফ্লাওয়ার স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজরিন জিনিয়া আক্কাছ, সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক মোঃ আব্দুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অনেক শিশু
কিশোর শিক্ষাথর্ীকে বঙ্গবন্ধুর পরিহিত পোশাকের ন্যায় পোশাক পড়ে অংশ নিতে দেখা যায়