শোবিজাঙ্গনে লম্বা সময়ের পথচলায় শুধু বড় পর্দায় নাম লেখানোর বাকি ছিল অভিনেত্রী সাবিলা নূরের। সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাই ছোটপর্দার অভিনেত্রী থেকে সিনেমার নায়িকা- ব্যাপারটি যেন অনেকেই মেলাতে পারছিলেন না। নিন্দুকেরাও করতে থাকে নানা সমালোচনা।
কিন্তু তাণ্ডব-এর আইটেম গান ‘লিচুর বাগানে’ প্রকাশের পর সাবিলার পারফরম্যান্স দেখে ভেল পালটে যায় নেটিজেনদের। শাকিবের সঙ্গে মোহনীয় রসায়নের পাশাপাশি তার কোমড় দোলানি দেখে রীতিমতো মুগ্ধ বনে যান দর্শক; অনেকের কাছে সাবিলা ছিলেন কল্পনার চেয়ে বেশি।
ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘লিচুর বাগানে’, যার আবহ সংগীতে কণ্ঠ রয়েছে প্রীতম হাসান-জেফার রহমানের। ফোক-ফিউশন ধাঁচের এই গানটিতে মজে উঠেছেন শ্রোতারাও।
সব মিলিয়ে ‘লিচুর বাগানে’ আইটেম গান নিয়ে আপ্লুত সাবিলা নূর। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী বলেন, আমার জীবনের প্রথম বাণিজ্যিক সিনেমার প্রথম পারফর্ম করা গানের নামই ‘লিচুর বাগানে’। মঙ্গল মিয়া, আলেয়া বেগম, প্রীতম হাসান, জেফার রহমান কী দুর্দান্ত গেয়েছেন সবাই! সেই সঙ্গে প্রথমবারের মতো দর্শক পর্দায় মেগাস্টার শাকিব খান ও আমার রসায়ন দেখেছেন।