
একটা জীবন্ত ব্যাংক
আরিফ আল ইমরান
একটা জীবন্ত ব্যাংক
এখানে সবাইকে দেয়া হয়
নেয়া হয় না কিছু।
পাওয়া না পাওয়ার হিসাব
চলে হরদম দাও দাও বলে
ছোটে পিছু।।
ঘরের বড় গ্রাহক স্থায়ী হিসাব তার।
জমা নেই তবু নেয়ার চেক দেয় বারেবার।।
এই ব্যাংক যদি হয় দেউলিয়া কখনো একবার।
স্থায়ী গ্রাহক, নেয়ার মানুষ, চৌদ্দগোষ্ঠী করে উদ্ধার।
মেয়ে কিংবা ছেলের ও আছে নেয়ার একাউন্ট।
বুঝতে চায় না মানতে চায় না, তাদের আছে কত এমাউন্ট।
ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, ময়লা বিল, খালার বেতন।
মাসের শুরুতেই সঠিক হিসাব বুঝে নেয়ার আয়োজন।
গ্যাস বিল বলো আর ড্রাইভার বলো তারাও এখানে।
দিতে দিতে হয়রান নাইকো বিশ্রাম, জীবন্ত ব্যাংকটা যেখানে।
বিয়ে, পার্টি, ফাংশন, ও চাইনিজের যতো বিল।
এখানেই পাওয়া যায় খুশ দিল খুশ দিল।
এই গিফট সেই গিফট মেয়ের প্রাজটিজ।
বউ তো মনে করে এ যেন টাকার মস্ত চিজ।
বোনের চাহিদা ভাগিনার এটা সেটা না দিলেই মুখ লাল।
কল ধরা নাই যেন ব্যস্ত সবাই, এ দ্বন্দ্ব টিকে কালে কাল।
শুরু আছে শেষ নেই জীবন্ত ব্যাংকের হিসাব, নাই চাওয়া পাওয়ার।
দম ফেলাবার ফুসরত নাই,খাওয়া দাওয়া ঘুম কিংবা নাওয়ার।
হায়রে ব্যাংক জীবন্ত ব্যাংক যায় টেনে যায় জীবন ঘানি।
তত দিন টানতে হবে যতোদিন থাকবে স্বাদের প্রান খানি।