একুশের প্রথম প্রহরে বগুড়ার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল বিভিন্ন স্তরের মানুষের। শহীদ খোকন পৌর শিশু উদ্যানে রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসক হোসনা আফরোজা ফুল দিয়ে সর্বপ্রথম শ্রদ্ধা জানান নতুন নির্মিত শহীদ মিনারে।
নানান বিতর্ক থাকায় পুরোনো শহীদ মিনারটি গত বছর ভেঙে ফেলা হয়। এরপর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ শুরু হয় নতুন শহীদ মিনারের।
এদিকে নতুন শহীদ মিনার দেখতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর থেকে শহীদ খোকন পৌর শিশু উদ্যানে আসতে শুরু করে সাধারণ জনতা। তারা শহীদ মিনার চত্বরে আয়োজিত বইমেলাতে ঘুরে এবং নবনির্মিত শহীদ মিনারের সাথে ছবি তুলে প্রহরের জন্য অপেক্ষা করছিল।
প্রথম প্রহরে জেলা প্রশাসক হোসনা আফরোজা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা পুলিশ বগুড়া পৌরসভা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণিপেশার মানুষ একে একে শ্রদ্ধা জানান নতুন এই শহীদ মিনারের বেদিতে। নবনির্মিত শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে হওয়ায় উচ্ছ্বসিত বগুড়াবাসী।