বগুড়ার কাহালু উপজেলায় অনুমোদন না নিয়ে জিংক সার কারখানা পরিচালনা করার অভিযোগে কারখানার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার বৌবাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বগুড়ার কাহালু উপজেলার বৌবাজার (নিশ্চিন্তপুর চান্দইর) এলাকায় আনিকা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করা এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। এ সময় ম্যাগনেশিয়াম সালফেটের ৫০ কেজি ওজনের ১৮৯ ও ২৫ কেজির ১ হাজার ৬২০ বস্তা এবং বিপুল পরিমাণ জিংক সার জব্দ করা হয়।