৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

spot_img

 

 

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম :

 

কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

 

মঙ্গলবার দুপুরে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ফুলবাড়ি উপজেলা প্রশসান অফিসের সামনে নীলফামারী হতে বদলীকৃত দুর্নীতিবাজ ও ঘুষখোর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ এর বিরুদ্ধে ফুলবাড়িতে যোগদান ঠেকাতে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সানরোজ বসুনিয়া, স্বাধীন সরকার, আব্দুল হাই, তুঘলক, সুজন মিয়া, সিদরাতুল সবুজ, মোঃ সবুজ মিয়া, মুন সরকার, মেহেদী হাসান মিরাজ, আদম আলী, শরিফুল ইসলাম, জেলাল সরকার, মজনু মিয়া সহ অন্যান্য শিক্ষার্থীরা।

 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফুলবাড়িতে কোনভাবেই ঘুষখোর কর্মকর্তাকে যোগদান করতে দেয়া হবে না। এখানে কোন ঘুষখোর দূর্নীতিবাজদের ঠাই হবে না। আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে বলে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।

 

এরপর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

 

তাদের দাবিগুলো হলো- ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার। ২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনতে হবে। ৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউশন চলবে না। ৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে। ৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ীতে শিক্ষা কর্মকর্তা যোগদান না করার বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা একটি স্বারক লিপি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ