
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই শ্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটিকে সোমবার মহামান্য হাইকোর্ট কর্তৃক নিবন্ধন প্রদানের আদেশ দেওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখা।
এ উপলক্ষে সোমবার রাতে এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ডাঃ মোঃ নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌরসভার সবুজপাড়া এলাকায় একটি আনন্দ মিছিল বের হয় পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি কুড়িগ্রাম জেলার যুগ্ন আহবায়ক মোঃ লাভলু হোসেন, যুগ্ন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন উদ্দিন সরকার, সিনিয়র সহকারী সদস্য সচিব মামুন মোল্লা সহ জেলা এবি পার্টির নেতাকর্মীবৃন্দ।