
মাজহারুল ইসলাম নাঈম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং ও বি-পাড়ায় ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের দিক থেকে নেমে আসা পানি এবং টানা বৃষ্টিতে এই বন্যার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় বহু মানুষ আটকা পড়েছেন এবং অনেকে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয়কেন্দ্রে।
বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, আর বাজারে দেখা দিয়েছে খাদ্য সংকট। অধিকাংশ দোকান বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও মিলছে না। রান্নার চুলা নিভে গেছে অনেকের ঘরে, শুকনো খাবারের চাহিদা তীব্র হয়ে উঠেছে।
এই কঠিন পরিস্থিতিতে মুরাদনগরের ভাগলপুর গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে প্রায় শতাধিক মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। পকেটের টাকা আর প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে এই ত্রাণ সংগ্রহ করা হয়। শনিবার সকালে তারা বন্যাকবলিত এলাকায় গিয়ে এসব খাবার মানুষের মাঝে বিতরণ করেন।
ভাগলপুরবাসীর এই মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের জন্য এক ধরনের আশার আলো হয়ে এসেছে। দুর্যোগের সময়ে এমন সহমর্মিতা সত্যিই প্রশংসার দাবি রাখে। মানুষের পাশে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছেন যে, বিপদের দিনে মানবতার কোনো বিকল্প নেই।
কুমিল্লার বুড়িচং ও বি-পাড়ার এই ত্রাণ বিতরণ আমাদের শেখায়, বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব কতটা বড়। এমন উদ্যোগ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ুক, এটাই সবার প্রত্যাশা।