
টাকার বিনিময়ে খুন করতেন তার
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গান, ছয়টি ককটেল ও চারটি তাজা কার্তুজসহ দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম।
এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার কুঠিমালিয়াট পশ্চিমপাড়া গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলের কাফিল উদ্দিন ওরফে কইফে (২৭) ও কুঠিমালিয়াট মধ্যপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৮ ফেব্রুয়ারি পাংশা থানা এলাকায় গৃহবধূ রোজিনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে আমরা কিছু বিস্ময়কর তথ্য পাই। এরপর জড়িত শিহাব নামের এক আসামিকে আমরা গ্রেপ্তার করি। শিহাবকে জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই।
আমরা জানতে পারি, পাংশা থানা এলাকার কয়েকজন সন্ত্রাসী ভারতে অবস্থান করছে। তারা সেখান থেকে পরিকল্পনা ও দিক নির্দেশনা দিয়ে পাংশা থানার বিভিন্ন এলাকায় কন্ট্রাক্ট কিলিং বা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে। সেখান থেকেই মূলত এই রোজিনা হত্যাকাণ্ড ও আরও কিছু পরিকল্পনা জানতে পারি। পরে জেলা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে কাফিল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তার কাছ থেকে জানা যায় পাংশায় একটি গ্রুপ তৈরি করা হয়েছে যারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।