৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজায় বিমান থেকে খাবার ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

spot_img

এসবি আন্তর্জাতিক ডেস্ক : গাজায় প্রথমবারের মতো মার্কিন সামরিক বিমান থেকে খাদ্য ও সরবরাহ ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ মার্চ) সাংবাদিকদের এই কথা জানান তিনি। গাজায় সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার একদিন পরই এই ঘোষণা এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বাইডেন বলেছিলেন, আগামী দিনে মার্কিন বিমান থেকে সাহায্য ফেলা হবে। তবে ঠিক কবে তা হবে সেটি সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

তবে আশা করা হচ্ছে এয়ারড্রপগুলো চলতি সপ্তাহান্তে শুরু হতে পারে।

এদিকে, জর্ডান এবং ফ্রান্সসহ অন্যান্য দেশগুলো ইতোমধ্যেই গাজায় বিমান থেকে সাহায্য ফেলেছে।

সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমাদের আরও কাজ করতে হবে এবং যুক্তরাষ্ট্র আরও কাজ করবে। এসময় তিনি আরও বলেন, ‘গাজায় সহায়তার প্রবাহ যথেষ্ট নয়।’

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জোর দিয়ে বলেছিলেন, সহায়তা ফেলা ‘একটি টেকসই প্রচেষ্টা’ হয়ে উঠবে। তিনি আরও বলেন, প্রথম এয়ারড্রপে খুব সম্ভবত সামরিক এমআরই বা ‘প্রস্তুতকৃত খাবার’ দেওয়া হবে।

সাংবাদিকদের কিরবি আরও বলছিলেন, ‘এটি একমাত্র এবং শেষ পদক্ষেপ হবে না। গাজায় প্রচুর পরিমাণে সহায়তা পাঠানোর জন্যে একটি সামুদ্রিক করিডোরের সম্ভাবনাও দেখছে যুক্তরাষ্ট্র।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ