৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গিটার আর সহায়তার বক্স হাতে নিয়ে দুয়ারে দুয়ারে পুসাস

spot_img

তুর্য দাস,সুনামগঞ্জ প্রতিনিধি:
বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সাহায্যের বক্স হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ, ছাত্র সংসদের (পুসাস) শিক্ষার্থীরা। জেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে পুসাস’এর শিক্ষার্থীরা। শনিবার বিকেলে শহরের রিভারভিউ থেকে এই সংগ্রহ অভিযান শুরু হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছেন শহরবাসী। নানা শ্রেণি-পেশার মানুষ সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ তুলে দিচ্ছেন এসব শিক্ষার্থীদের হাতে।
শনিবার বিকেলে রিভার ভিউতে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা গানে গেয়ে ত্রাণ সংগ্রহ করছিলেন। কারো হাতে গিটার তো আবার কেউ নিজ হাতকেই ব্যবহার করছে বাদ্যযন্ত্রের মতো। তালে তালে মাথা হেলিয়ে সাড়া দিচ্ছে গানের কলিকে। এসময় সাহায্যের বক্সে টাকা দিচ্ছে সাধারণ মানুষ। এভাবেই গণত্রাণ সংগ্রহ করছে পুসাস।
শিক্ষার্থী ফয়সাল বললেন, ২০২২ সালের ভয়াবহ বন্যায় যখন আমরা আক্রান্ত হয়েছিলাম, তখন দেশের বিভিন্ন জেলার মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছেন। সম্প্রতি দেশের কুমিল্লা, ফেনীসহ তৎসংলগ্ন এলাকায় বন্যায় মানুষেরা আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে টাকা উত্তোলন করছি।
মো:লিয়ন চৌধুরী বললেন, সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আমরা গণত্রাণ সংগ্রহ করছি। এই সংগ্রহ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই। সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করতে পারি। নিজেরা গণত্রাণ সংগ্রহ করছি এবং কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন বন্যার্ত এলাকায় আমাদের পাবলিক বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, তাদের কাছে আমরা সেই সংগ্রহ পৌঁছে দেবো।
আদনান হুমায়ূন সারিয়ান বলেন, কুমিল্লা, ফেনীসহ বন্যা দুর্গত ৮ জেলার মানুষ ক্রান্তিলগ্নে আছেন। মানুষ হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে সহায়তা উত্তোলন করছি। প্রত্যেকেরই সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসা উচিত।
মলয় ব্যানার্জি বললেন, আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই। আসুন এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াই।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী হাসিবুল শান্ত, পাপন দেব, মলয় ব্যানার্জি, আতিক আহমেদ, তরিকুল ইসলাম,মো: লিয়ন চৌধুরী, রাজর্ষি দে, সৌমিকা ইসলাম সূচি, তমা, সূচনা, দিগি¦জয়, ফারুকি, ইফতি, অর্ণব বনিক, আদনান, রন্তি, ইশফাক প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ