মুহাম্মদ জাবেদ হোসাইন, বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি, দায়িত্বশীল ও পদুয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজকে জামায়াতের গণমিছিল কর্মসূচিতে নেতৃত্বদানকালে রাজপথেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবুল কালাম হুজুর বিগত ষোলো বছরের ফ্যাসিবাদি শাসনামলে মজলুম ও বারবার কারাবরণকারী নেতা। অসংখ্য মামলায় জর্জরিত হয়েছেন। তাই চব্বিশের ৩৬ জুলাইয়ে ফ্যাসিবাদের পতনে তিনি ছিলেন খুবই উচ্ছ্বসিত। বিগত এক বছরের ফ্যাসিবাদোত্তর সময়ে উনি একজন সত্যিকার গণমানুষের নেতায় পরিণত হয়েছেন। জনগণের সমস্যা সমাধানে আন্তরিক তৎপরতা, জামায়াতকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, প্রশাসনের সাথে সমন্বয় এবং আগামীর সংসদ নির্বাচনে এই এলাকাকে বিজয়ী জনপদ হিসেবে সমুন্নত রাখতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন।
আজ ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিতে লোহাগাড়ায় জামায়াতের বিশাল গণমিছিলের সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করেন। আসর নামাজের পর মিছিল শুরু হয়। মিছিল শুরু হয়ে কিছুদূর আসার পর উনি ঢলে পড়েন পাশেরজনের কাঁধে। তাৎক্ষণিকভাবে প্বার্শবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, উনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। অথবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর ফয়সালা।
আমাদের সালফে সালেহিনগণ শাহাদাতের মৃত্যুর জন্য দুআ করতেন। যুদ্ধের ময়দানে যেন জীবনের সমাপ্তি হয় তার আকাঙ্ক্ষা করতেন। আল্লাহ তায়ালা আবুল কালাম হুজুরকে ময়দানে দায়িত্ব পালনকালে মৃত্যু দিয়েছেন। এই মৃত্যু সৌভাগ্যের। আল্লাহ তায়ালা তাঁকে যুদ্ধের ময়দানে মৃত্যুর মর্যাদা দান করুন। শাহাদাতের উচ্চ কাতারে তাঁকে সমাসীন করুন।