১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং

spot_img

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নাম ভাঙিয়ে নীরব চাঁদাবাজি চলছে দাবি করে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে দলটির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদর ও পৌরসভাসহ বিভিন্ন স্থানে এ ধরনের প্রচারণা চালিয়ে মাইকিং করা হয়।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লা অটোরিকশায় চড়ে মাইকিং করেন বলে জানা গেছে।

মাইকিংয়ে বলা হয়, প্রিয় আলফাডাঙ্গাবাসী, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, আলফাডাঙ্গা বাজার ও আশপাশে গ্রামে বিশেষ করে হিন্দু সম্প্রদায় ব্যবসায়ীদের ওপর নানা রকম ভয়ভীতি দেখিয়ে নতুন নতুন মামলার আসামি বানানোর কথা বলে নীরব চাঁদাবাজির চেষ্টা করে যাচ্ছে। নীরবে চাঁদাবাজি হচ্ছে বা চলছে। দয়া করে কেউ এ ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। অনেকেই বিএনপির নেতা হিসেবে দাবি করছে। এ ধরনের কোনো ব্যক্তি যদি আপনাকে বিএনপির নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে থাকে তাৎক্ষণিকভাবে আলফাডাঙ্গা বিএনপির সিনিয়র নেতাদের ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে জানাবেন। এ সময় খন্দকার নাসিরুল ইসলামের একটি মোবাইল নম্বরও প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. জব্বার মোল্লার মোবাইল একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, ‘বিগত দিনে যারা বিএনপির রাজনীতি করতেন না ৫ আগস্টের পরে তারা অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে চলছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের মাইকিং করা হয়।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘আমি একটু থানার বাইরে ছিলাম। মাইকিংয়ের বিষয়টি আমার জানা নেই।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ