৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চারিগ্রাম মিতালী সংঘের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত।

spot_img

মহিউছ ছাইয়েদ, স্টাফ রিপোর্টার ঃঢাকার আশুলিয়া থানার অন্তর্ভুক্ত চারিগ্রাম মিতালী সংঘের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয় গতকাল (সোমবার) রাত ৯ ঘটিকায় সময়ে চারিগ্রাম আইনশৃংখলা রক্ষার্থে এই জরুরী সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত সকলের পরামর্শে নিম্নোক্ত সিদ্ধান্ত নেয়া হয়। যেগুলো বাস্তবায়নে এলাকার সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ার আশা ব্যক্ত করা হয়।

১, রাত ১০টার পরে গ্রামের কেও ঘরের বাইরে থাকতে পারবে না। এই নির্দেশনা ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট ও গ্রামের অতিথিদের জন্যও প্রযোজ্য । অপ্রয়োজনে কাউকে বাইরে পাওয়া গেলে প্রশ্নের সম্মুখীন করা হবে এবং সন্দেহ হলে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রাম পাহাড়ার ব্যবস্থা করা।
৩,উৎশৃঙখল ও মাদকসেবিদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
৪,গ্রামের বিশেষ স্থান সমুহে সিসি ক্যামেরা স্থাপন করা।
৫,পুলিশ কর্তৃক ‘ভাড়াটিয়া ফরম’ অবশ্যই ভাড়াটিয়া কর্তৃক পূরণ করা সাপেক্ষে সংরক্ষন করা।

উক্ত সভায় প্রাইমারী স্কুল, মাদ্রাসা, কেন্দ্রিয় মসজিদ ও মিতালী ক্লাব সহ সকল প্রতিষ্টানের সমন্বয়ে নিরাপত্তা কর্মি নিয়োগের প্রস্তাব করা হয়।এবং যে কোন জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন দেয়ার নির্দেশনা দেয়া হয়।

উক্ত সভায় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জনাব শফিউল আলম সোহাগ মেম্বার, ৩নং ওয়ার্ড। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনাব শরীফ আহমেদ এস. আই, আশুলিয়া থানা। জনাব মিজানুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। এসময় ক্লাবের সদস্য, উপদেষ্টা, অত্র এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান টি সাফল্যমন্ডিত করেন।

পরিশেষে মিতালী সভাপতি শেখ মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত সকলকে সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং চারিগ্রাম মিতালী সংঘ গ্রামের সকলের’ একথা স্মরণ করিয়ে দিয়ে ক্লাবে আসা, বসা ও ক্লাবের কার্যক্রমে সকলকে শামিল হওয়ার উদাত্ত্য আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ