মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চুনতি ক্রীড়া একাডেমীর উদীয়মান গোলকিপার, কবি সাহেব, আজ সাতগড় শাহ আতাউল্লার হয়ে এক স্মরণীয় পারফরম্যান্স করেছেন। তার অসাধারণ গোলকিপিং দক্ষতা ও দৃঢ় মনোবলের সামনে প্রতিপক্ষের আক্রমণ বারবারই ব্যর্থ হয়েছে। পুরো ম্যাচ জুড়ে তার উপস্থিতি দলকে দিয়েছিল এক অন্য মাত্রা।
কবি সাহবের এই নৈপুণ্য শুধু চুনতি ক্রীড়া একাডেমীর জন্যই গর্বের নয়, বরং সাতগড় শাহ আতাউল্লার হয়েও তিনি যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ক্রীড়াঙ্গনে নতুন বার্তা বহন করে। তার এই পারফরম্যান্স আগামীতে তাকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।
চুনতি ক্রীড়া একাডেমীর পক্ষ থেকে তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করা হয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। এই তরুণ গোলকিপারের উত্থান বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে ক্রীড়া বোদ্ধারা মনে করছেন।