১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চুরি ঠেকাতে মুরাদনগর বাজারে সিসি ক্যামেরা স্থাপন

spot_img

মাজহারুল ইসলাম নাঈম

মুরাদনগর উপজেলার প্রানকেন্দ্র মুরাদনগর সদরের বাজারে চুরি ডাকাতি দিন দিন বেড়েই চলছিল৷ সম্প্রতি পর পর দুইদিন একাধিক দোকানে বেড়া কেটে চুরির ঘটনা ঘটে। ফলে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। ব্যাবসায়ীদের সার্বিক নিরাপত্তার জন্য বাজারের প্রবেশ মুখ গুলো সহ বিভিন্ন পয়েন্টে ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে বাজারের ব্যাবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে।

বাজারের বনিক সমিতির অর্থায়নে, হিসাবরক্ষক মো: খলিলের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।

মো: খলিল বলেন, ভবিষ্যতে প্রয়োজন বিবেচনায় আরো কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

 

বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, মুরাদনগর বাজারটি দীর্ঘদিন যাবত অবহেলিত। বিভিন্ন সময় চুরি ডাকাতি হলেও আমরা সেটার কোন প্রতিকার পেতাম না। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বাজারের ব্যাবসায়ীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করি। তবে সরকারি ভাবে বাজার উন্নয়নে বরাদ্দ পেলেই কেবল সার্বিকভাবে বাজারের উন্নয়ন সম্ভব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ