বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় চোপীনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুঞ্জূর কাদের মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মোজাফ্ফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, থানা মহিলাদলের সাধারণ সম্পাদক সুমি আক্তার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দুলাল হোসেন, থানা বিএনপি সদস্য এমরান হোসেন, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম পলাশ ও ৯টি ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, "ডা. জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মেধাবী প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার মতো সৎ, শিক্ষিত, নীতিবান মানুষই আগামীতে দেশের নেতৃত্বে আসা জরুরি।"
এর আগে বিকেলে বড়পাথার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।