
গাইবান্ধা প্রতিনিধি ॥
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুপ্তমনি গ্রামের মোঃ ইমান আলী দেওয়ানী (৬৫) নামের এক প্রবীণ নাগরিক তার জমি জবরদখলের চেষ্টা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। এ বিষয়ে তিনি ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, উত্তর বুড়াইল গ্রামের মোঃ আজাদুল ইসলাম ফুলছড়ি উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের প্রভাব খাটিয়ে ও তার স্ত্রী মোছাঃ মুক্তা বেগম দীর্ঘদিন ধরে পরসম্পত্তির লোভে ইমান আলীর বৈধ ক্রয়সূত্রে প্রাপ্ত জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে ইমান আলী দেওয়ানী তার বাড়ির চারপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখলেও বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে বারবার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে।
ইমান আলী দেওয়ানির ছেলে স্বপন ইসলামের (২৩) মোবাইল মেসেঞ্জারে বারবার ফোন করে বিবাদীগণ দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে দা, কুড়াল ও ছুরি নিয়ে এসে বিবাদীরা টিনের বেড়া ভাঙচুর করে। ঘটনাস্থলে উপস্থিত ইমান আলী প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং মারধরের জন্য তেড়ে আসে। পরে আশপাশের লোকজন ছুটে এলে বিবাদীরা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
স্থানীয় মমিনুল ইসলাম (৪০), আবুল হোসেন (৬০), মাহাবুর রহমান (৪০)সহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অভিযোগে ইমান আলী দেওয়ানী বলেন,
“আমি আমার জীবনের শেষ বয়সে এসে দাঙ্গাবাজদের অন্যায়ের শিকার হচ্ছি। তারা আমাকে ভিটেমাটি ছাড়া করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি আইনের সঠিক বিচার চাই।”
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।