জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আল-আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল-আমিন উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে। গত ২৮ জুলাই বেলা সাড়ে ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আল-আমিনের পরিবার জানায়, এ ঘটনায় ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৩ জনকে আসামি করে মামলা (মামলা নম্বর ৪১) দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবেই আল-আমিনের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।