৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী তিন দলের চার শীর্ষ নেতা

spot_img

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ৪ রাজনীতিবিদকে নিয়ে আগামী ২২ সে‌প্টেম্বর সকালে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন তিন রাজনৈতিক দলের চার শীর্ষ নেতা। চার নেতা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।

সফরে বাংলাদশের উদ্যোগে জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও প্রত‍্যবাসন বিষয়ে একটি বিশেষ সভা হবে। ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন।

সফরে ফিনল্যান্ড, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

গত ৯ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই অধিবেশন।

জাতিসংঘের অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘বেটার টুগেদার : এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবার উচ্চপর্যায়ের সভার মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিতর্ক পর্ব। এদিন থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ