জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার ২৫ জুলাই দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরে প্রদক্ষিণ করে। এরপর সকাল ১০:৩০ হতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বগুড়া সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রাগেবুল আহসান রিপু, মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৬; জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, বগুড়া; জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, বগুড়া; জনাব হেলেনা আক্তার, অতি: পুলিশ সুপার, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি; ডাঃ মোঃ মকবুল হোসেন, সম্মানিত চেয়ারম্যান, জেলা পরিষদ, বগুড়া; জনাব সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তাসহ জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ, মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।