৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯ নেতাকর্মী

spot_img

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৯ জন নেতা-কর্মী।

শনিবার দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা হলেন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, একই ওয়ার্ডের বিএনপি কর্মী মো. সাহেব আলী, মো. কোরবান আলী, মো. হুমায়ুন কবীর, মো. তোফাজ্জল হোসেন, মো. সুলতান আলী, মো. মনির হোসেন, মো. আব্দুল মালেক।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল করিম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা এম আবু সাঈদ, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আশরাফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ‌।

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, আমি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি করি। দীর্ঘ দিন থেকে দলের সাথে ছিলাম। এর আগে ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলাম। নতুন ৭১ সদস্য কমিটির এক নাম্বার কার্যকরী সদস্যের দায়িত্ব দেয়া হয়। জামায়াতে ইসলামীর কার্যক্রম ভালো লাগছে তাই জামায়াতে যোগ দিয়েছি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুর রহমান বলেন, কিছুদিন আগে তারা জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শনিবার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মোট ৯ জন বিএনপির নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ