৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াত ও ইসলামি আন্দোলন ‘জাতীয় বেঈমান’: এ্যানি

spot_img

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলামী আন্দোলন ও জামায়াত বাংলাদেশের মানুষের কাছে ‘জাতীয় বেঈমান’ হিসেবে চিহ্নিত। তিনি বলেন, এই দলগুলো শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় সহযোগিতা করেছে।

সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আউটার স্টেডিয়ামে এই আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ১৭ বছর ধরে আমরা যখন সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, তখন ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে ছিল না। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই দলগুলো শেখ হাসিনাকে সহযোগিতা করে তার স্থায়িত্ব বাড়িয়েছে। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ১৯৮৬ ও ১৯৯৬ সালেও শুধু বিএনপিকে নয়, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে কাজ করে নিজেদের ‘জাতীয় বেঈমান’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, এখন এই দলগুলো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছে, মিছিল-মিটিং করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার এই ঐক্যের কথা বলেছেন। তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্য আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই।

সম্মেলনে সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

সম্মেলন সঞ্চালনা করেন সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ইমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ