জামায়াতে ইসলামী নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মীরা। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তাঁরা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে।
জামায়াতের এ কৌশল মোকাবিলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির এ কর্মসূচি সরাসরি নয়, বরং অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এর মাধ্যমে পরিচালিত হবে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্যসচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
ফোরামের নেতারা জানিয়েছেন, মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই এ কর্মসূচি পরিচালিত হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি-সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচনকেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে বিএনপির ভাবনা, নারীর অধিকার ও সুরক্ষা, ক্ষমতায়ন এবং নারী ভোটারদের সচেতন করার বিষয়ে আলোকপাত করা হবে।
বিএনপির শীর্ষ নেতৃত্বের মতে, নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াত ইতিমধ্যে মাঠে সক্রিয় হওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। এজন্য মহিলা দল ও নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর খুলনা বিভাগ থেকে কর্মসূচি শুরু হবে। প্রথম দিন খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল এবং ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কর্মসূচি চলবে। এসব কর্মসূচির নেতৃত্ব দেবেন সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী।