সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট-২০২৫) উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল হাই স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি’র নেতাকর্মী সমর্থকরা সমবেত হয়।
ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও নাটোর জেলা বিএনপি’র সদস্য ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন ও বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহিনী চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভাটি জন সমাবেশে পরিণত হয়। এ সময় জুলাই বিপ্লবে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পুত্র ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বক্তব্যে তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান।
এ সময় তারা আরো বলেন, দল করতে হলে তারেক রহমানের নির্দেশে সকলকে দলের শৃঙ্খলা ও নেতৃত্ব মেনে দল করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও গোপালপুর পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মুলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান,
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিএনপি নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, যুবদল নেতা শহিদুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ।
এছাড়াও বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।