শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বের সভাপতি জোবায়ের আহমেদ বলেছেন, জুলাই মাস শহীদদের আত্মত্যাগের মাস। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে তারা যে রক্ত ঝরিয়েছেন, তা চিরকাল ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের সাহস ও ত্যাগের শিক্ষা দেয়।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রশিবিরের শেরপুর শহর আদর্শ থানা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি আলোচনা ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয় এটি দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে। খেলাধুলার মাঠে যেমন ন্যায়সঙ্গতভাবে লড়াই করতে হয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেও ন্যায়ের পক্ষে থাকতে হবে। খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলে, যা একটি সুন্দর সমাজ গঠনে অপরিহার্য।
সভাপতি তরুণদের উদ্দেশে বলেন, তরুণরা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের শক্তি। শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে নিজেদের জীবনকে সাহস, সততা ও ত্যাগের গুণাবলীতে গড়ে তুলতে হবে। যেমন খেলাধুলার মাঠে দলগত চেতনা বিজয় এনে দেয়, তেমনি ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সৎ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
শেরপুর শহর আদর্শ থানা শাখার সভাপতি রাফিউজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ মোশারফের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্বের প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিনসহ থানা শাখার সাথী, কর্মী ও সমর্থকবৃন্দ।