টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এসবি ক্রীড়া ডেস্ক :সিলেটে চলমান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
প্রথম ম্যাচে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ৩ রানে হেরে সিরিজে ইতিমধ্যে (১-০) তে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তাইতো টাইগারদের সামনে ম্যাচটি জয়ের কোন বিকল্প নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬ টায়।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, দিলশান মাধুসাংকা, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।