
বগুড়া শাজাহানপুর উপজেলায় ট্রাকে (ঢাকা মেট্রো-চ-২৪-৬৭৫৮)’র সাথে অটো ভ্যানের সংঘর্ষে অটো ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। । শনিবার(২৮জুন) দুপুর সোয়া ১১টার দিকে বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় টাইলস কারখানার সামনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে বাদশা মন্ডল(৫৫)। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক এবং তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি স্থানীয়রা আটক করে থানা হেফাজতে দিয়েছেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনেকে বলেন, বেসরকারি একটি টাইলস কারখানার সামনে ট্রাকটি সড়কে ওঠার সময় অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। অটোভ্যান চালক মহাসড়কে ফছটকে পদড় ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত অটো ভ্যান চালক বাদশা মন্ডলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।