বগুড়া শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদরাসার আঙিনাজুড়ে গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলটা যেন রঙিন হয়ে উঠেছিল সবুজের উৎসবে।
দুপুর ২টায় মাদরাসার সাত শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে তুলে দেওয়া হলো নানা জাতের ফলজবৃক্ষ—আম, জাম, পেয়ারাসহ দেশীয় নানা ফলের চারা।
এই অনন্য আয়োজনের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত আমি বাংলাদেশ। সংগঠনের প্রতিষ্ঠাতা তরুণ স্বপ্নবাজ সাগর হোসেন সোহাগের প্রাণবন্ত সঞ্চালনায় এবং শাজাহানপুর প্রতিদিন এর সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আহমেদ সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি এক উৎসবে পরিণত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা সোহেল রানা, বীরগ্রাম বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সোহান, এবং খরনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল ইসলাম।
সবুজ স্বপ্ন ছড়িয়ে দিতে পাশে ছিলেন সংগঠনের পরিচালক মোতাসিম বিল্লাহ, তত্ত্বাবধায়ক মো. সজিব আহম্মেদ, কোষাধ্যক্ষ আরাফাত হোসেন, আব্দুল আহাদ, আতিকুল, বাদল, সোহাগ, রাব্বি হাসান, শাওন ও হাবিবসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে চারা বিতরণ করেন। বাতাসে ভেসে বেড়াতে থাকে নতুন আশার গন্ধ—একদিন এই চারাগুলোই পরিণত হবে ঘন সবুজ ছায়ায়, ফল দেবে প্রজন্মের পর প্রজন্মকে।
প্রতিষ্ঠাতা সাগর হোসেন সোহাগ জানান, আমরা ইতিপূর্বে স্বল্প পরিসরে আরও দুটি প্রতিষ্ঠানে প্রায় হাজার গাছ বিতরণ করেছি। আজকের কর্মসূচি দিয়ে তিনটি প্রতিষ্ঠানে মোট প্রায় দুই হাজার গাছ রোপণের স্বপ্ন পূরণ হলো। জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ সময়ে গাছই পারে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিয়ে ভবিষ্যতের জন্য সবুজ সেতু গড়ে দিচ্ছি।