৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ড. ইউনূসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ

spot_img

সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্য এবং বিএনপির সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের ওপর অযাচিত চাপ তৈরির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন। এরপর সৃষ্টি হয় অচলাবস্থার। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘও।

শনিবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ড. ইউনূসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানানো হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক কর্মকর্তা আমার দেশকে নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সংস্থা ও দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি। আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। জুলাই গণহত্যার বিচারেও তাদের দৃঢ় সমর্থন রয়েছে।

বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে ড. ইউনূস সরকারের প্রতি জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের সমর্থন বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিমা বিশ্বের এই সমর্থন পুনর্ব্যক্ত করার পর বাংলাদেশের রাজনীতির হিসাব নতুন করে করতে হবে বিশ্লেষকদের।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ওই কর্মকর্তা আরো জানান, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অভিন্ন। তারা চায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ