
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় আজ রবিবার দুপুর ১২.০০ ঘটিকায় আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবী পরিষদের মুখোমুখি বিক্ষোভ কর্মসূচি করেন।
উক্ত বিক্ষোভে বিএনপির আইনজীবীরা বলেন,সরকার উচ্চ আদালতকে জিম্মি করে রেখেছে।বিচার বিভাগকে ধ্বংস করেছে।মানুষের মৌলিক অধিকার হরন করছে।
আওয়ামী লীগের আইনজীবী এডভোকেট রাজু মন্ডল শাজাহানপুর বার্তাকে বলেন,এই ফিটনেসবিহীন বিএনপি আইন অঙ্গনে বিএনপি আইনজীবীদের মাধ্যমে বিচার কার্য বিঘ্নিত করার উদ্দেশ্য এ প্রগ্রাম দিয়েছে।আইন অঙ্গনকে স্বাভাবিক ও বিচারকার্য স্বাভাবিক রাখতে আমাদের এ আয়োজন সফল হয়েছে।