শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দারুল আমীন আইডিয়াল মাদ্রাসা এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে ক্বিরাত-হিফ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওই সম্মেলন ও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।
দারুল আমীন আইডিয়াল মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল্লাহ আল-আমীন’র সভাপতিত্বে মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলয়ার হোসেন সাঈদী (রাহ.) এর পুত্র শামীম বিন সাঈদী। আলোচনায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আহসানুল হাদী, তা’মিরুল মিল্লাতের সাবেক প্রভাষক মাও. জাফর আহমদ মজুমদার, বিশ্বজয়ী হাফিজুল কোরআন মাও জাকারিয়া, নাজমুস সাকিব, যুবাইর আহমাদ তাশরিফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের উপ-মহা পুলিশ পরিদর্শক আলমগীর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি মাও মানছুরুর রহমান, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, জামায়াতের শেরপুর উপজেলা সেক্রেটারি নাজমুল হক প্রমুখ।