৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দিদার হত্যার প্রতিবাদে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

spot_img

মজিবর রহমান গাইবান্ধা প্রতিনিধি :

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদককে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ -সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার বেলা বারোটার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শোয়েব হক্কানীর সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জাসাসের আহবায়ক বজলুল করিম রপু

শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাস, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রনি, আশফাক হোসেন মিঠু, সৈয়দ রাসেল, খান মোহাম্মদ বাবু আব্দুর রকিব জিতু,আবু সুফিয়ান নাসের মোহাম্মদ টিপু, বিপুল কুমার দাস, মনজুর আলম লিটন ও গোলাম কিবরিয়া রাহি সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নিজ বাড়িতে যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার গুনাপাড়া এলাকায় আওয়ামী দুস্কৃতিকারিরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ীবহরে বেপরোয়া হামলা চালায়। হামলা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে হত্যা করা হয়। নৃশংস এ হামলায় এস এম জিলানী ও তার সহধর্মিনী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তাদের দুই ছেলেসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত হয়।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ