
বগুড়ার শাজাহানপুর থানাধীন ১৩নং ওয়ার্ডের নিশ্চিতপুর চারমাথাস্থ বাজারে ফার্নিচার দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কাঠমিস্ত্রী ইব্রাহিম (২৮)। তিনি নিশ্চিতপুর শেখপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নিশ্চিতপুর চারমাথাস্থ পাকাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার এসআই শরিফুল ইসলাম জানান, কাঠমিস্ত্রী ইব্রাহিম ফার্নিচার দোকান হতে বাইসাইকেলযোগে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিলেন। এমন সময় নিশ্চিতপুর চারমাথাস্থ পাকা সড়কে পৌছাতেই ঢাকা মেট্রো-ট-২৪-৭৫৫২ নাম্বারের একটি সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। প্রাথমিকভাবে আইনী প্রক্রিয়া শেষ নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এঘটনায় শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, নিহতের স্বজনেরা কোনো মামলা না করায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ট্রাকটি বগুড়া পুলিশ লাইনে হেফাজত করা হয়েছে।