৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেড় মাসেও সংশোধন হয়নি আবু সাঈদের স্মরণে নির্মিত স্টিট মেমোরিটি

spot_img

‎বেরোবি প্রতিনিধি
‎দেড় মাসেও সংশোধন হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্হিত আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি।

‎গত ১৬ জুলাই জুলাই শহিদ দিবসে উদ্বোধন করা হলেও সেখানে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ জন্মতারিখসহ তথ্যগত নানা অসংগতি সামনে এসেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ১৮ জুলাই  আবু সাঈদের সহযোদ্ধা বাংলা বিভাগের শিক্ষার্থী সমন্বয়ক শামসুর রহমান, সমন্বয়ক আরমান হোসেন ও আবু সাঈদের বাল্যবন্ধু মাহিদ হাসান সেটি লাল কাপড় দিয়ে ঢেকে দেন।

‎তবে দেড় মাস পেরিয়ে গেলেও এখনো সংশোধন করা হয়নি স্ট্যাম্পটি। প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, প্রশাসন যেন দ্রুত ভুল সংশোধন করে এবং শহীদ আবু সাঈদের স্মৃতিকে যথাযথ সম্মান প্রদান করে।

‎মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শুভ শেখ বলেন,দেড় মাস কেটে গেলেও আবু সাঈদ ভাইয়ের স্মরণে নির্মিত স্টিট মেমোরিটি এখনো অযত্নে পড়ে আছে।
‎সংশোধনের অভাবে এটি হারাচ্ছে সৌন্দর্য ও গুরুত্ব।এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গভীর হতাশা। তাই আমাদের  দাবি, স্মৃতিচিহ্নটি যেন দ্রুত সংস্কার করে সঠিক মর্যাদা দেওয়া হয়।

‎জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন,জুলাইয়ের মহানায়ক প্রথম শহীদ আমাদের ভাই শহীদ আবু সাইদের স্মরণে গড়া মেমোরি স্টাম্প আজও ভুলের বোঝা বইছে, দেড় মাস কেটে গেলেও সংশোধনের ছোঁয়া পায়নি এটি। এ স্তম্ভ কেবল ইট-পাথরের গাঁথুনি নয়, এটা আমাদের ইতিহাস, রক্তের বিনিময়ে পাওয়া মর্যাদার প্রতীক। অবহেলায় ঢাকা পড়ে গেলে শহীদের ত্যাগ অমর থাকে না বরং  ক্ষতবিক্ষত হয়।তাই প্রসাশনকে বলতে চাই অতি শিঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটের সামনে নির্মিত স্টাম্পটির যথাযথ মর্যাদা সঠিক জায়গায় ফিরিয়ে দিতে আমরা বেরোবির শিক্ষার্থীরা আর এটিকে অবহেলা এবং অযত্নে দেখতে চাই না।

‎এ বিষয়ে বেরোবি উপাচার্য ড.শওকাত আলী বলেন,এটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হয়নি। এটা করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও এখানকার প্রশাসন।

‎এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালকে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন ধরেননি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ