৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশজুড়ে আ.লীগ নেতাদের বাড়ী,অফিস ভাংচুর -আ’গু’ন

spot_img

রাজধানীর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বাড়িতে হামলা-ভাঙচুর-আগুনের পর দেশজুড়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক এমপিদের বাড়ি ও দলীয় অফিসে হামলার ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কমপক্ষে এক ডজনেরও বেশি নেতার বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত ভবনসহ মাদারীপুর, পাবনা, চুয়াডাঙ্গা ছাড়াও আরো কয়েকটি জেলায় দলীয় অফিস এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, যশোরসহ কমপক্ষে ১১ জেলায় শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য, ম্যুরাল ও নামফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা জানান, ‘কাউয়া কাদেরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। গত ৫ আগস্ট সরকার পতনের দিন ওবায়দুল কাদেরের এ বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে এ বাড়িতে কেউ বসবাস করতেন না। হামলার সময় ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা, ফজলুল কাদের মিন্টু এবং শাহাদাত হোসেনের বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে।

ভোলা প্রতিনিধি জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুটির নামের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে হ্যান্ডমাইকে গান বাজিয়ে নাচতে থাকে। রাত ৩টা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

ঝালকাঠি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের রোনালসে সড়কের বাসভবন ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনতা। এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত তার স্ত্রী ফিরোজা আমুর নামে থাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। পাশে ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের নামফলকও ভাঙচুর করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কোর কমপ্লেক্সে থাকা শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙে ফেলার পর সন্ধ্যার পর আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নগরের চাষাঢ়ায় অবস্থিত এ ভবনটিও ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এই ভবনে বসেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। বাড়িটি সাবেক এমপি শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর।

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়াসহ এক্সকাভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। কয়েক জন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে ভাঙচুরের পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় তার বাসায় লুটপাট চালায়।

সাবেক এমপি নিজাম উদ্দিন চৌধুরীর নানার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নোয়াখালী : সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়ি বেগমগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয়। গতকাল রাতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশের দুটি দল।

এদিকে জেলার বিভিন্ন সংবাদদাতারা জানান, মাদারীপুর শহরে আওয়ামী লীগের জেলা কার্যালয়, চুয়াডাঙ্গায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়, পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক ভাঙচুর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। দেশের সর্ববৃহৎ ম্যুরালসহ যশোরের সাতটি স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার নামফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নামফলক ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। ময়মনসিংহ নগরের সার্কিট হাউজ মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ও ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে। রংপুরে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছাসহ শেখ হাসিনার নামাঙ্কিত নগরীর বিভিন্ন স্থাপনার নামফলক উড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। খুলনা সরকারি বিএল কলেজে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ