
দেশনেত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে ম্যাচটি সম্পন্ন হয়।
খেলায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার বলেন, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন খেলাধুলা করে । এবং তাঁদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় । যে বন্ধনের মাধ্যমে তাঁরা খুনী ফ্যাসিস্ট হাসিনাকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছে, সেরকম ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মান করবে ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, বগুড়ার সকল দল ও মতের শিক্ষার্থীদের নিয়ে আমরা যেন শিক্ষার মান উন্নয়নে কাজ করি । মানবিক ও সাম্যের বাংলাদেশ বিনির্মানে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা এ খেলার আয়োজন করেছি ।
খেলা শেষে চ্যাম্পিয়নদের মাঝে খাসি তুলে দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রতিবেদক: সাব্বির আহমেদ সাকিল, বগুড়া