৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশের মানুষের মুক্তি ও কল্যাণের জন্য জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় : ড. মোস্তফা ফয়সাল পারভেজ

spot_img

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেছেন, দেশের মানুষের মুক্তির ও কল্যাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম পিআর সিস্টেম চায়। কেয়ার টেকার সরকার ব্যাতীত কোথাও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় নি। ফ্যাসিবাদ দুর করতে বিশ্বের উন্নত দেশের ন্যায় বাংলাদেশে পিআর পদ্ধতি প্রয়োজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মীর মুগ্ধ চত্বরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে উপজেলা আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি আরো বলেন, ৫ই আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদদের এখনো সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যারা ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা ৫ই আগষ্টে শহীদদের স্বীকৃতির বিষয় যেন ভুলে না যায়।

এছাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, নন্দীগ্রাম উপজেলার সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুল মালেক, নন্দীগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, তারবিয়াত প্রশিক্ষক সম্পাদক আবু আইয়ুব সাইদি, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, হিলফুল ফুজুল ফাউন্ডেশনের নন্দীগ্রাম উপজলার চেয়ারম্যান মতিউর রহমান মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন ৫নং ভাটগ্রাম ইউনিয়নের যুব বিভাগের সভাপতি হাফেজ সাখাওয়াত হোসেন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মুমিনসহ নন্দীগ্রাম উপজেলর পাঁচটি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ