বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শাজাহানপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান।
দৈনিক করতোয়ার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং রোটারিয়ান মেছবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজ জান্নাতুল ফেরদাউস উর্মি, শাজাহনপুর থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, অধ্যক্ষ শফিকুত তারিক, উপজেলা জামাতের নায়েবে আমীর মাও: আব্দুল লতিফ, সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক হারেজ উদ্দিন হারেজ, আবু সাহিন সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, অধ্যক্ষ আবু জাফর আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সজিবুল আলম, খরনা ইউপির সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, খোট্টাপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আমরুল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুসহ শাজাহানপুরে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।