৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ধর্ম ব্যবসায়ীদের জায়গা এদেশে হবে না-রুমিন ফারহানা

spot_img

জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম জেএমসেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মাতৃসম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা

তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীকে বারবার মানুষ প্রত্যাখ্যান করেছে, রুখে দিয়েছে। তাই ধর্ম ব্যবসায়ীদের জায়গা এদেশে হবে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের আবহমান কাল থেকে চলে এসেছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, এ ধরণের সম্প্রীতি বিশ্বে বিরল। এদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল জাতি, বর্ণ ও ধর্মের। কিন্তু একটি গোষ্ঠী সব সময় ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করেছে, বিভাজনের চেষ্টা করেছে। এ ধরনের বিভাজন বাংলাদেশের সাধারণ মানুষ চায় না।

ঊষা আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মাতৃসম্মেলনে উদ্বোধক ছিলেন মা কানন বালা দেবি (সন্তোষী মা), প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। আলোচনায় অংশ নেন মৌসুমি চৌধুরী, বৃষ্টি বৈদ্য, অশ্রু চৌধুরী, সোমা দাশ, অধ্যাপিকা অপর্না বিশ্বাস, ধর্মীয় আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক রুপন ধর, শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী, মাস্টার অজিত কুমার শীল প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ