
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ধুনট উপজেলায় চুলার আগুনে পুড়ে হালিমা বেগম (৪২) নামের এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি )রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হালিমা বেগম ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
প্রতিবেশিরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে হালিমা বেগম বাড়ির আঙ্গিনায় মাটির চুলায় রান্না করছিলেন।
এসময় অসাবধানতাবসত তার শাড়িতে আগুন লেগে পুড়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।